আগামী ৪ঠা আগস্ট (রবিবার) সিডনির ইংগেলবার্নস্থ গ্রেগ পারসিভাল কমিউনিটি হলে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তাদের পিঠা উৎসবের আয়োজন করেছে।
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সূচনার পর মঞ্চে আসবেন সিডনির প্রখ্যাত শিল্পীবৃন্দ।
আবৃত্তিতে থাকবেন, রুমানা সিদ্দিকী, নাসরিন মোফাজ্জল ও শাহিন শাহনেওয়াজ। কৌতুক পরিবেশন করবেন ওয়াসিফ শুভ।
সংগীত পরিবেশন করবে, স্বপ্ন ও লাল সবুজ (সংগীত দল), আনিসুর রহমান ও রোকসানা বেগম, ফারিয়া আহমেদ ও লুনিয়া আহমেদ, সাজ্জাদ চৌধুরী বাপ্পী, তামিমা শাহরিন, তাহমিনা নাহিন খান পিউ, রুমানা ফেরদৌস লনি, আহমেদ তারিক, ইফতেখার আলম, মাহবুব শাহরিয়ার ও বিজয় সাহা।
পিঠা উৎসব সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।থাকবে বাহারী আয়োজনের পিঠা ও বাঙালি খাবারের সমাহার, রাফেল ড্র সহ সেরা বাঙালি সাজের জন্য থাকবে পুরস্কার।
আয়োজক কমিটি সবাইকে পিঠা উৎসবে সাদর আমন্ত্রন জানিয়েছেন।