বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন সিডনি আগামী ২৮শে জুলাই (রবিবার) থেকে তাদের বাৎসরিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করছে। বরাবরের মতো এবারও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই টুর্নামেন্ট শুরু হবে।
বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন, সিডনি স্থানীয় এমপি ও মেয়র মহোদয় সহ অন্যান্য সুহৃদ সম্মানিত অতিথিদের সাথে এই আয়োজনকে আরো বেশি প্রাণবন্ত ও আনন্দমুখর করতে প্রবাসী কমিউনিটির সবাইকে স্বপরিবারে ও স্ববান্ধবে আমন্ত্রন জানিয়েছেন।