নামিদ ফারহান: গত ১৪ জুন, সিডনীর লাকেম্বায় এক সভায় মিলিত হয়েছিলো বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এআইইউবি এর অস্ট্রেলিয়া প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা। উক্ত সভায় এআইইউবি এলামনাই অষ্ট্রেলিয়ার নিবন্ধীকরণ এবং বাৎসরিক মিলনমেলার দিনক্ষণ নির্ধারণ করা হয়।
‘উইন্টার ইভেন্ট’ নামে ভূষিত হয়ে শীতকালীন এই উৎসবটি আগামী ২৮ জুলাই (রোববার) মিন্টোর রনমুর মিলনায়তনে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এক বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে থাকছে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, ফেইল পেইন্টিং ও নানাবিধ রাইডের ব্যবস্থা, এলামনাই সদস্যদের নিয়ে আপন প্রতিভা পর্ব, রাফেল ড্র এর আকর্ষনীয় পুরস্কার এবং বিশেষ আকর্ষণে রয়েছে সিডনির বিখ্যাত ব্যান্ড কৃষ্টি ও এইট নোটসের মনোমুগ্ধকর পরিবেশনা এবং বাঙালির চিরাচরিত রসনার বিলাস।

সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায় এবং উদ্যোগে এলামনাই এর এই মিলনমেলার প্রবেশ মূল্য, প্রাপ্তবয়স্কদের জন্য পনেরো ডলার এবং দুইয়োর্ধ শিশুদের জন্য দশ ডলার ধার্য করা হয়েছে। আশা করা হচ্ছে সারা অস্ট্রেলিয়াব্যাপী বসবাসরত এআইইউবির প্রাক্তন বাংলাদেশি এবং নেপালি ছাত্রছাত্রীদের এক মহামিলনমেলায় পরিণত হবে এ আয়োজন।