শফিক রহমান, অকল্যান্ড থেকেঃ স্থানীয় সময় আগামীকাল ২০ জুলাই (শনিবার) বিকাল ৩ টায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এম বি এস এ হলে (৩৭২ ডনবাক রোড, ম্যাসী) প্রবাসী লেখক ও একাডেমীক ডঃ এরশাদ আলি’র নুতন বই “ফিরে দেখা-পথ চলা”র মোড়ক উন্মোচন করা হবে। লেখক জানিয়েছেন, বইটি তার জীবন কাহিনি নিয়ে লেখা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় ও প্রবাসী শিক্ষাবিদ, গবেষক, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার গুণীজনেরা উপস্থিত থাকবেন।