গত ১৬ই জুলাই (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারী ইউনিভার্সিটি প্রতিনিধি দলের ঢাকাস্থ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন।
এই পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা কার্যক্রমের চালু সহ তথ্য ও উপকরেনের আদান প্রদান, যৌথভাবে সেমিনার ও আলোচনা, অতিথি বক্তা উপস্থাপন, শিক্ষক /ছাত্র / কর্মকর্তাদের শিক্ষা সফর, ক্রেডিট ট্রান্সফার ও স্বল্পমেয়াদী প্রফেশনাল প্রশিক্ষন ও যৌথ চুক্তি সাক্ষর।
এই প্রতিনিধি দলের পরিদর্শন উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
আলোচনার অংশগ্রহণ করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ চৌধুরী মফিজুর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ হাসনান আহমেদ, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ রেজওআন খান, প্রফেসর ডঃ খাজা ইফতেখার উদ্দিন, প্রফেসর ফরিদ সোবহানী এং প্রফেসর ডঃ মোহাম্মদ জোয়ারদার প্রমুখ।
