মোঃ আব্দুল মতিনঃ গতকাল ১২ জুলাই (শুক্রবার) দিবাগত রাত প্রায় দেড় টায় সিডনির ব্লাকটাউন নিবাসী হেদায়েতুল ইসলাম (৭০) হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছিলেন। মরহুম মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পেশায় একজন প্রকৌশলী ছিলেন।
আগামীকাল ১৪ জুলাই (রবিবার) বেলা পৌনে একটায় রুটিহীল মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহন করার জন্য মরহুমের পরিবারবর্গ বিনীত অনুরোধ জানিয়েছেন।