মিজানুর রহমান সুমন: শীত এসেছে অস্ট্রেলিয়ায়। প্রকৃতির নিয়মে এই প্রশান্ত মহাসাগরের তীরে যখন শীত, বাংলাদেশে তখন গ্রীষ্ম। তাই বলে থেমে নেই সিডনিবাসীর বাংলা সংস্কৃতি চর্চা। হাজার মাইল দূরে এসেও আবহমান বাংলার পিঠাপুলির স্বাদ আবার পাইয়ে দিলো লাকেম্বার পিঠা উৎসব।
গত ৬ জুলাই (শনিবার) ছোট্ট বাংলাদেশ যেনো নেমে এসেছিলো লাকেম্বার চার্চ কনফারেন্স রুমে। বেশ কয়েকটি স্টল , কিছু শাড়ি চুড়ির দোকান আর সাথে ছিল স্থানীয় শিল্পীদের গাওয়া বাংলার চিরায়ত গান। অনুষ্ঠান স্থলে ছুটে আসেন দূর দূরান্ত থেকে পিঠাপ্রেমীরা। সকাল এগারোটায় শুরু হয়ে পিঠা উৎসব চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
পিঠা উৎসবে ছিলো হরেক রকমের পিঠু পুলির সমাহার। স্থানীয় গৃহিনীরা নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছিলেন এসব পিঠা। নামমাত্র মূলে সেসব পিঠার স্বাদ আস্বাদনের সুযোগ পায় দর্শনার্থীরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকের সাথে কথা বলে জানা যায়, অনেক দিন পরে গ্রাম্য পিঠার স্বাদ পেয়ে তারা সন্তুষ্ঠ। আয়োজকদের মধ্যে ছিল ব্যপক উৎসাহ। তারা আগামীতে আরও বড় পরিসরে এই মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
